সদ্য সংবাদ :
সাহিত্য ও সংস্কৃতি

আইসিইউতে কবি আল মাহমুদ

Published : Sunday, 10 February, 2019 at 10:47 AM
স্টাফ রিপোর্টার: আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদকে গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখেছেন।

কবি আল মাহমুদের সহকারী আবিদ আজম দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যায় ভুগছেন৷

আল মাহমুদ একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক।

১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ সমরে অংশ নেন। দৈনিক গণকণ্ঠ পত্রিকা সম্পাদনা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন ইত্যাদি।

এবিনিউজ টোয়েন্টিফোর বিডিডটকম /এম.এস






সাহিত্য ও সংস্কৃতি পাতার আরও খবর


সম্পাদক : শাহীন চৌধুরী
ভারপ্রাপ্ত সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুন ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের
ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, ৯১৩৯২৭৪ হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস: নাসিমন ভবন ( দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন- ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close