সদ্য সংবাদ :
রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণঅনশনে বিএনপি

Published : Sunday, 7 April, 2019 at 12:15 PM
স্টাফ রিপোর্টার: কারাবন্দি অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গণঅনশনে বসেছেন দলটির নেতা-কর্মীরা।রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই কর্মসূচি শুরু হয়।

অনশনকে কেন্দ্র করে সকাল ৯টা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। তবে আনুষ্ঠানিকভাবে তারা দেড় ঘণ্টা পর কর্মসূচি শুরু করে।

বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, এই কর্মসূচি বেলা ৩টা পর্যন্ত চলবে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা আহমেদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেন, আবদুস সালাম, গোলাম আকবর খন্দকার, হাবিবুর রহমান হাবিব, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিলকিস জাহান শিরিন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, গৌতম চক্রবর্তী, হাবিবুল ইসলাম হাবিব, আবুল কালাম আজাদ সিদ্দিকী, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, শফিউল বারী বাবু, মোরতাজুল করীম বাদরু গণঅনশনে উপস্থিত রয়েছেন।
এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিতি আছেন।
এদিকে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাইরে পুলিশ ও আইনশৃ্ঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার বিরুদ্ধে এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি বিএনপির।

কারাবন্দি খালেদা জিয়া এখর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন। চিকিৎসার জন্য গত ১ এপ্রিল তাকে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়।

এবিনিউজ টোয়েন্টিফোর বিডিডটকম /এম.এস






রাজনীতি পাতার আরও খবর


  • সম্পাদক : শাহীন চৌধুরী
    ভারপ্রাপ্ত সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুন ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের
    ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, ৯১৩৯২৭৪ হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস: নাসিমন ভবন ( দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন- ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close