সদ্য সংবাদ :
অর্থ ও বাণিজ্য

চলতি বছরে ১৪৫ কোটি টাকার বেশি শেয়ার কিনেছেন বিদেশীরা

Published : Thursday, 4 July, 2019 at 9:20 PM
স্টাফ রিপোর্টার টানা ৪ মাস ধরে শেয়ার ও ইউনিট কেনার চেয়ে বেশি বিক্রয় করেছেন বিদেশী বিনিয়োগকারীরা। চলতি বছরের প্রথম ২ মাস বেশি কিনলেও শেষ ৪ মাস বেশি বিক্রয় করেছেন। তারপরেও বিদেশীদের চলতি বছরের ৬ মাসে বিক্রির চেয়ে কেনার পরিমাণ বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দেখা গেছে, চলতি বছরের ছয় মাসে বিদেশী বিনিয়োগকারীরা ২ হাজার ৩২৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ২ হাজার ১৮৪ কোটি ৫০ লাখ টাকার। এ হিসাবে ছয় মাসে বিক্রির চেয়ে কেনার পরিমাণ বেশি ১৪৪ কোটি ৮৯ লাখ টাকা বেশি।

বিদেশী বিনিয়োগকারীরা বিক্রির চেয়ে জানুয়ারি ও ফেব্রয়ারি মাসে ৪৯৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট বেশি কিনেছেন। আর পরবর্তী ৪ মাসে কেনার চেয়ে ৩৫৩ কোটি ৫৯ লাখ টাকার বেশি বিক্রি করেছেন। এ হিসাবে চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) ১৪৪ কোটি ৮৯ লাখ টাকার বেশি কেনা হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে বিদেশী বিনিয়োগকারীরা কেনার চেয়ে ১২৩ কোটি ৭১ লাখ টাকার বেশি শেয়ার ও ইউনিট বিক্রি করেছেন। এছাড়া এপ্রিল মাসে ১৫৪ কোটি ১৯ লাখ টাকার, মে মাসে ৬৫ কোটি ১৭ লাখ টাকার ও জুন মাসে ১০ কোটি ৫২ লাখ টাকার বেশি বিক্রি করেছেন। তবে জানুয়ারি মাসে ১৭৫ কোটি ২৯ লাখ টাকার এবং ফেব্রুয়ারি মাসে ৩২৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট বিক্রির চেয়ে বেশি কিনেছিলেন। ফলে চলতি বছরের ছয় মাসে বিক্রির চেয়ে ১৪৪ কোটি ৮৯ লাখ টাকার বেশি শেয়ার ও ইউনিট কেনা হয়েছে।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








প্রধান সম্পাদক: অরুণ কর্মকার, সম্পাদক: শাহীন চৌধুরী, যুগ্ম সম্পাদক: শংকর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুন ভৌমিক নয়ন
ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের
ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close