সদ্য সংবাদ :
অপরাধ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ভিডিও পোস্টকারী রোহিঙ্গা আটক

Published : Wednesday, 10 July, 2019 at 10:56 AM
এবিনিউজ ডেস্কমালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে এক রোহিঙ্গা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দিয়েছিলো বলে জানিয়েছে কুয়ালালামপুর পুলিশ।

মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে দুইজন মিয়ানমার, একজন ভারত আর একজন ফিলিপিনোর নাগরিক। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া ৪১ বছর বয়সী ওই মিয়ানমারের নাগরিককে ২৪ জুন কেডাহ প্রদেশের সুঙ্গাই পেতানি থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পেশায় নির্মাণ শ্রমিক এই ব্যক্তি রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক দাতুক সেরি আব্দুল হামিদ বদর বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে আপলোড করার কারণে তাকে আটক করা হয়েছে।

আইজিপি জানিয়েছেন, তার বিরুদ্ধে ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, ২০১২ সালে ভুয়া ভ্রমণ কাগজপত্র ব্যবহার এবং মানবপাচার চক্রে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








প্রধান সম্পাদক: অরুণ কর্মকার, সম্পাদক: শাহীন চৌধুরী, যুগ্ম সম্পাদক: শংকর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুন ভৌমিক নয়ন
ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের
ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close