সদ্য সংবাদ :
জাতীয়

৪ ঘণ্টা পর ৬৮ রুটে বাস চলাচল শুরু

Published : Monday, 5 August, 2019 at 11:53 AM
জাহিদুল করিম কচি: চার ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে ঢাকা-বেনাপোলসহ ৬৮টি রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। রোববার রাত ১০টা থেকে ধর্মঘট প্রত্যাহার করে আন্তঃজেলা বাস মালিক সমিতি ও পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।


চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেনের সঙ্গে বৈঠকের পর এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এর আগে, বাড়তি ভাড়া নেয়ায় জরিমানার প্রতিবাদে সংগঠন দুটি এদিন সন্ধ্যা ৬টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল।

রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন উনার বাসভবনে দুই সংগঠনের নেতার সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম আন্তঃজেলা বাসমালিক সমিতির মহাসচিব কফিল উদ্দিন বলেন, ডিসি সাহেব আমাদের অনুরোধ করেছেন কেউ যেন বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের হয়রানি না করে। একইসঙ্গে, প্রশাসনের পক্ষ থেকে জরিমানা বা বাস মালিক শ্রমিকদের হয়রানি না করারও আশ্বাস দিয়েছেন তিনি। এরপর রাত ১০টা থেকে আমরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছি।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








জাতীয় পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close