সদ্য সংবাদ :
জাতীয়

হাসপাতালে চিকিৎসাধীন ১০ হাজার ডেঙ্গু রোগী

Published : Sunday, 11 August, 2019 at 6:47 PM
স্টাফ রিপোর্টার: রোববার দুপুর পর্যন্ত ৯ হাজার ৪২০ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। এর মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা ৫ হাজার ২৫৮ জন। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ভর্তি ছিল ৪ হাজার ১৬২ জন। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য দেওয়া হয়। সংবাদ ব্রিফিংয়ে সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরেন।

সানিয়া তাহমিনা বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাওয়াকে ঢাকার বাইরে রোগী বৃদ্ধির সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।

এদিকে সারা দেশে ছড়িয়ে পড়ায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম। তাদের হিসাব বলছে, মৃতদের মধ্যে ৩৯ জন ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। আরেকজনের মৃত্যু হয়েছে রাজধানীর বাইরে তবে ঢাকা বিভাগের মধ্যেই।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, আগস্টে ১০ এবং জুলাইতে ২৪ জন মারা গেছেন।

গত জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১,১৭৮ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে পুরোপুরি সুস্থ হয়েছেন ৩২,৩৮৪ জন।

কন্ট্রোল রুম জানায়, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২,৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শুধু রাজধানীতেই আক্রান্ত ৯৮১ জন।

এদিকে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৯০ জন চিকিৎসককে চারটি প্রতিষ্ঠানে সহায়তার জন্য পাঠানো হয়েছে। এগুলো হলো- শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







জাতীয় পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close