সদ্য সংবাদ :

চুনতির সীরাতুন্নবী (সা.) মাহফিলের সুখ্যাতি বিশ্ব দরবারে ছড়িয়ে পড়েছে

Published : Monday, 11 November, 2019 at 1:46 PM
চট্রগ্রাম অফিস: চট্টগ্রাম ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য, আন্তর্জাতিক ইসলামিক স্কলার প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, আশেকে রাসুল হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (র.) প্রকাশ শাহ্ সাহেব চুনতি কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিল এতদঞ্চলে নবীপ্রেমিক মুসলমানদের মিলনস্থল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই মাহফিলের সুনাম ও সুখ্যাতি দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে পড়েছে। এম পি নদভী বলেন, বিজ্ঞ-প্রাজ্ঞ আলেম ও ইসলামী স্কলারদের বিষয়ভিত্তিক আলোচনার সূত্রপাত মূলত: এই মাহফিল থেকেই শুরু। নিজের মরহুম পিতা আল্লামা ফজলুল্লাহ (রাহ.)কে এই মাহফিলের বিষয়ভিত্তিক প্রোগ্রামের রূপকার আখ্যায়িত করে তিনি বলেন, যুগ ও সময়ের চাহিদা বিবেচনায় এনে বিশেষায়িত আলেমদের দিয়ে তিনি আমৃত্যু স্বয়ং উপস্থিত থেকে মাহফিল পরিচালনা করতেন। ড. আবু রেজা নদভী এমপি বলেন, মিলাদ ও সীরাত দুটি আরবি শব্দ। মিলাদ অর্থ জন্ম আর সিরাত শব্দের অর্থ জীবনচরিত। সীরাতুন্নবী (সা.) শিরোনামে যে মাহফিল হয় সেখানে রাসূলে পাক (সা.) এর জন্ম বৃত্তান্তকে বাদ দিয়ে জীবনচরিত আলোচিত হয় না বরং জন্ম থেকে শুরু করে পুরো জীবনীই আলোচনা করা হয়, যার গুরুত্ব ও শিক্ষা প্রতি মুসলামানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ড. আবু রেজা নদভী আরো বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যরে ধর্ম। জোর জবর দস্তী, নৃশংসতা ও নিরপরাধ মানুষ হত্যা শান্তির ধর্ম ইসলাম কখনো স্বীকৃতি দেয়না। শান্তিপূর্ণ পথ থাকলে কোনো অশান্তির পথে যেতে ইসলাম অনুমোদন করেনি। তিনি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে স্বীকৃত ইসলাম ধর্মকে নবী করিম (স.) অনুসৃত পন্থায় উপস্থাপনের জন্য আহ্বান জানান। তিনি গতকাল ১০ নভেম্বর ২০১৯ ইং রবিবার বাদ জোহর লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৪৯তম সীরাতুন্নবী (স.) মাহফিলের উদ্বোধন করতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী। প্রবীণ শিক্ষাবিদ মাওলানা হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ তৌছিফ আহমদ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন- প্রবীণ আলেম কাজী নাছির উদ্দিন, মাওলানা ছরওয়ার কামাল আজিজী, মুহাদ্দিস মাওলানা শাহে আলম, মাওলানা মাঈনুদ্দিন রুহি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আনোয়ার কামাল, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাস্টার ফরিদুল আলম, মোজাম্মেল হক, সাতকানিয়ার সাবেক পৌর মেয়র হাজী মোহাম্মদুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, আওয়ামীলীগ নেতা আবু ছালেহ, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুস শুক্কুর, আলহাজ্ব মোহাম্মদুল হক মেহেদী, মাওলানা শাহ আবুল কালাম আজাদ, আব্দুল মালেক বিন দিনার নাজাত, তৈয়বুল হক বেদার, চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুচ্ছফা কোম্পানী, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমডি জুনায়েদ, মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ হোছাইন চৌধুরী, এওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, কাঞ্চনা ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী, ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রিদুওয়ান, কলাউজান ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুছ প্রমুখ।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close