সদ্য সংবাদ :

নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতন এর কৃতি ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠিত

Published : Sunday, 26 January, 2020 at 10:25 PM
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতন এর ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও নরসিংদী চেম্বার  অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত পরিচালক বিশিষ্ট শিল্পপতি মো: মমিন মিয়াকে সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আমজাদ হোসেন বাচ্চু, কিংকর সাহা, মো: সাইফুল ইসলাম স্বপন, আবু সাঈদ সরকার, স্বপন কুমার সাহা, কবিতা সাহা, মো: কামাল হোসেন, সেলিনা আক্তার প্রমুখ। সংবর্ধিত মো: মমিন মিয়া কৃত ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির জন্য কল্যান বয়ে আনবে, আমি এ প্রত্যাশাই করছি। কারণ তোমরাই হচ্ছো আগামী দিনের ভবিষ্যৎ। তিনি আরো বলেন, বৃত্তি প্রদান শিক্ষার্থীদের লেখাপড়ার মান বাড়িয়ে দেয় এবং মনকে প্রফুল্ল রাখে। আমি আশা করি আগামীতে যারা পরীক্ষা দিবে তারাও যেন এ বিদ্যালয়ের সুনাম রক্ষা করতে পারে। একজন মা-ই পারে একজন ভাল শিক্ষার্থী তৈরী করতে। তাই আগামী দিনে মেয়ের সাথে মায়েদেরও তাদের মেয়েদের প্রতি সুদৃষ্টি রাখার আহবান জানান। বিদ্যালয়ের পক্ষ থেকে মো: মমিন মিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৪৪ জন কৃতি ছাত্রীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়। 






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    ভারপ্রাপ্ত সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, যুগ্ম সম্পাদক: শঙ্কর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close