সদ্য সংবাদ :
প্রবাসপত্র

করোনায় প্রবাসীদের জন্য হেল্পলাইন

Published : Friday, 3 April, 2020 at 4:26 PM
এবিনিউজ ডেস্ক: প্রবাসীদের জন্য করোনা সর্ম্পকিত হেল্পলাইন চালু করা হয়েছে। প্রবাসীরা করোনা সর্ম্পকিত সাহায্য পাবেন এই ওয়েবসাইটে। দেশের বাইরে থেকে তথ্য সহায়তা পেতে ফোন করুন।

|
প্রবাস বন্ধু কল সেন্টারে +৮৮০১৭৮৪৩৩৩৩৩৩, +৮৮০১৭৯৪৩৩৩৩৩৩ এবং +৮৮০২-৯৩৩৪৮ নাম্বারে ফোন দেয়া যাবে। এবং প্রত্যাশা হটলাইনে আর্ন্তজাতিক কলের ক্ষেত্রে +৮৮০৯৬১০১০২০৩০ এবং ০৮০০০১০২০৩০ নম্বরটিতে টোল ফ্রি কল করা যাবে।

প্রবাসী হেল্পলাইনের তরুণ উদ্যোক্তা জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) কর্মকর্তা আব্দুল্লাহ আল মুঈদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য ওয়ানস্টপ তথ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রবাসী হেল্পলাইন। প্রবাসী হেল্পলাইন বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের করোনাভাইরাস সংক্রান্ত তথ্যসেবা ও ক্ষেত্রবিশেষে জরুরি সেবা প্রদান করছে।

তিনি বলেন, যেহেতু বিদেশে অনেক বাংলাদেশি অবৈধভাবে রয়েছে, তারা যেন বাংলাদেশের মিশনগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং নিজেদের স্বাস্থ্যগত অবস্থা বুঝতে পারেন সেই লক্ষ্যে এই সেবা চালু করা হয়েছে।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







প্রবাসপত্র পাতার আরও খবর


সম্পাদক: শাহীন চৌধুরী
ভারপ্রাপ্ত সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, যুগ্ম সম্পাদক: শঙ্কর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close