সদ্য সংবাদ :
স্বাস্থ্য

করোনা সংক্রমণ ও মৃত্যুহার কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

Published : Sunday, 9 August, 2020 at 7:24 PM
সচিবালয় প্রতিবেদক: বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার কমার দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনা রোগী ও মৃত্যুহার কমেছে। বাসায় বসে রোগীরা চিকিৎসাসেবা পাচ্ছেন। করোনা টেস্ট কিটের অভাব নেই। বন্যার কারণে ও বাসায় বসে চিকিৎসায় সুস্থ হওয়ায় হাসপাতালে রোগী কমছে।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি, টেস্টের সংখ্যা কমেছে৷ সেটা হয়তো বন্যার কারণে। টেস্ট করানোর ক্ষেত্রে কিছু মানুষের অনীহাও আছে। বর্তমানে মানুষের মধ‌্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আপনারা লক্ষ করেছেন যে, মৃত্যুর হার আস্তে আস্তে কমে আসছে। মানুষ সেবা পাচ্ছে হাসপাতালে এবং টেলিমেডিসিনের মাধ্যমে। ৪ থেকে ৫ হাজার ডাক্তার টেলিমেডিসিন সেবা দিচ্ছেন। বাসায় থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন প্রায় ৯০ শতাংশ করোনা রোগী। প্রয়োজনে ওষুধ বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। হাসপাতালে প্রায় ৬০ শতাংশ সিট খালি।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মায়েদের বুকের দুধ খাওয়ানোর হার এখন বিশ্বর তুলনায় ২৫ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে। বিশ্বে এখন মায়েদের বুকের দুধ খাওয়ানোর হার ৪০ শতাংশ, যেখানে বাংলাদেশে মায়েদের বুকের দুধ খাওয়ানো হার এখন ৬৫ শতাংশ। বর্তমানে করোনা ও বন্যার দুর্যোগের সময়েও বাংলাদেশে মায়েদের বুকের দুধ খাওয়ানোতে মানুষকে উদ্ধুদ্ধ করতে দেশের স্বাস্থ্যখাত নিরলস কাজ করে যাচ্ছে। 

স্বাস্থ্যখাতের মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত শ্রমের ফলে বিশ্ব আমাদের প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন হিরো থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কারে পুরস্কৃত করেছে। 

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূরসহ অন‌্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
ভারপ্রাপ্ত সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, যুগ্ম সম্পাদক: শঙ্কর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close