সদ্য সংবাদ :
রাজনীতি

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় মহিলা পার্টির বিক্ষোভ

Published : Saturday, 10 October, 2020 at 1:13 PM
স্টাফ রিপোর্টারদেশজুড়ে ধর্ষণ নারী নিপীড়নকারীদের গ্রেফতার, দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয় মহিলা পার্টি।


শনিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

এতে জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক নাজমা আকতার এমপি, সহ-সভাপতি রীতু নূর, আমিনা হাসান, মাহমুদা রহমান মুন্নী, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মিনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক জোসনা আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী অপরাধ ধর্ষণ বেড়ে যাচ্ছে। ধর্ষণের সর্বোচ্চ শান্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে মামলার বিদ্যমান আইন সংশোধন করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

ধর্ষকদের বিচার তিন মাসের মধ্যে সম্পন্ন করে সঙ্গে সঙ্গে রায় কার্যকর করারও দাবি জানিয়েছেন তারা।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//









সম্পাদক: শাহীন চৌধুরী
ভারপ্রাপ্ত সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, যুগ্ম সম্পাদক: শঙ্কর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close