সদ্য সংবাদ :
রকমারি

সুন্দরী প্রতিযোগিতায় স্ত্রী প্রথম না হওয়ার স্বামীর কাণ্ড

Published : Tuesday, 30 May, 2023 at 8:34 PM
রকমারি ডেস্ক:সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন স্ত্রী। আর এতেই প্রচণ্ড ক্ষুদ্ধ হন স্বামী। স্ত্রীর এই পরাজয় কোনোভাবেই যেন মেনে নিতে পারছিলেন না তিনি। তাই সঙ্গে সঙ্গে স্টেজে উঠে বিজয়ীর মুকুট ভেঙে ফেলেন।

২৭ মে (শনিবার) ব্রাজিলের এক সুন্দরী প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। 


ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবোর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মিস গে মাতো গ্রসো ২০২৩ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণার পরপরই ওই ব্যক্তি রাগে ফেটে পড়েন এবং বিজয়ীর মুকুট আছড়ে ভেঙে ফেলেন।

এই ঘটনার ভিডিওটি ধারণ করেন অন্য আরেক প্রতিযোগী। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে ভিডিওটি।

ভিডিওতে দেখা গেছে, সুন্দরী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে একজন নারী বিজয়ী ঘোষণা করার জন্য মুকুট হাতে দাঁড়িয়ে আছেন। তার সামনেই রয়েছে চূড়ান্ত দুই প্রতিযোগী ন্যাথালি ব্রেকার ও ইমানুয়েলি বেলিনি। বিজয়ী ঘোষণার পূর্বে অপেক্ষায় উৎসুক জনতা।

অবশেষে বেলিনিকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু বিজয়ী হলেও মুকুট পরার সৌভাগ্য হয়নি বেলেনির। বেলিনির মাথায় মুকুট পরিয়ে দেয়ার মুহুর্তেই মঞ্চে উঠে আসেন দর্শক সারিতে থাকা ন্যাথালি ব্রেকারের স্বামী। 

তিনি ওই নারীরে হাত থেকে মুকট ছিনিয়ে নিয়ে মেঝেতে আছাড় মারেন। তবে মুকুটটি একবার আছড়ে ফেলেই ক্ষান্ত হননি তিনি। মেঝে থেকে তুলে আবার সেটিকে আছাড় মারেন। এতে করে মুকুটটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এছাড়াও তাকে তার স্ত্রীর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতেও দেখা যায় ভিডিওতে।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, অনুষ্ঠানের নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে টেনে মঞ্চের পেছনে নিয়ে যান। এ ঘটনার পর প্রতিযোগিতার কো-অর্ডিনেটর ম্যালোন হেনিশ এক বিবৃতিতে বলেন, ওই ব্যক্তি প্রতিযোগিতার ফলাফলকে সুষ্ঠু বলে মেনে না নিতে পারায় তিনি এই ধ্বংসাত্মক কাজ করেছেন।

তিনি বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এর আগে মিস কিউবা প্রতিযোগিতাতে একই ঘটনা ঘটেছিল। ওই প্রতিযোগিতায় যিনি দ্বিতীয় হয়েছিলেন তার স্বামীও ক্ষুদ্ধ হয়ে মুকুট ভেঙে ফেলেন। তিনি আরও বলেন সুন্দরী প্রতিযোগিতার আয়োজক এমনকি বিচারকরাও বেলিনিকে বিজয়ী নির্বাচিত করায় নিরপেক্ষ ছিলেন।’




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //

 








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close