চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের দিন-দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন ১৬ শিক্ষার্থী। সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ-সংলগ্ন টেলিটক পাহাড়ে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে ১১টি স্মার্টফোন, একটি সোনার চেইন ও নগদ ৫০০০ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বলে জানা যায়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, আমাদের ব্যাচের ১৬ জন বন্ধু মিলে টেলিটক হিলে ঘুরতে গেলে পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত আমাদের উপর অতর্কিত হামলা করে। এ সময় ১১টি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
তারা আরও জানান, ছিনতাইকারীরা মুখোশ পরিহিত ছিল। সবার হাতে রামদা ছিল। ছিনতাইয়ের কিছুক্ষণ পর আমাদের আরও কয়েকজন সহপাঠী নিয়ে পুনরায় ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরাও দৌড়ে তাদের পিছু নেই। একপর্যায়ে তারা খালের মধ্যে দিয়ে জঙ্গলের ভেতরে ডুকে যায়। এ সময় দুটি ফোন সেখান থেকে উদ্ধার করি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি টেলিটক পাহাড়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন অর্থনীতি বিভাগের চার শিক্ষার্থী। এ সময় অস্ত্রের মুখে তাদের কাছ থেকে ৪টি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। বছরের শুরুর দিকে নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরতে গেলে এমন ছিনতাইয়ের ঘটনা নিয়মিতই ঘটছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//