সদ্য সংবাদ :

বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দিল মিয়ানমার

Published : Thursday, 26 November, 2020 at 12:57 PM
বিশেষ প্রতিনিধি: ২৫ নভেম্বর ২০২০ তারিখ ১১ ঘটিকায় মিয়ানমারের অভ্যন্তরে ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্ট, মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের  মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে ০৯ জন বাংলাদেশী জেলেকে ফেরৎ আনা হয়। 


উল্লেখ্য, গত ১০ নভেম্বর ২০২০ তারিখ আনুমানিক ০৮০০ ঘটিকায় সেন্টমার্টিন দ্বীপ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ দিকে বাংলাদেশী ০৯ জন জেলে মৎস্য আহরণকালীন সময়ে তাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে স্রোতের ট্রানে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে। উক্ত সময়ে বিজিপি’র টহলদল কর্তৃক তাদেরকে আটক করে মিয়ানমারে নিয়ে যায়। বর্ণিত জেলেদেরকে ফেরৎ আনার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে টেকনাফ ব্যাটালিয়ন এবং উর্দ্ধতন দপ্তর কর্তৃক জোরালো প্রচেষ্টা চালানো হয়। বিজিবি’র জোরালো তৎপরতার প্রেক্ষিতে বিজিপি কর্তৃক বিজিবি কর্তৃপক্ষের নিকট দ্রুত তাদের হস্তান্তর করতে সম্মত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, পিএসসি, অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ০৭ সদস্য বিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের লে. কর্নেল জউ লিং অং । 


উল্লেখিত পতাকা বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে জেলা পুলিশ, কক্সবাজার এর মনোনীত সদস্যগণও উপস্থিত ছিলেন। মিয়ানমার হতে ফেরত আনা ০৯ (নয়) জন বাংলাদেশী নাগরিককে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখিত বাংলাদেশী নাগরিকদের নাম : 

ক। মোঃ নুরুল আলম (৪৮), পিতা-মৃত গোলাম হোসেন।
খ। ইসমাইল হোসেন (১৯), পিতা-সৈয়দ হোসেন।
গ। মোঃ ইলিয়াছ (২১),পিতা-আব্দুস সালাম।
ঘ। মোঃ ইউনুছ (১৬), পিতা-মোহাম্মদ জাকারিয়া।
ঙ। মোহাম্মদ আলম (কালু) (১১), পিতা-সৈয়দুর রহমান (বুলু মাঝি)।
চ। সাইফুল (১৭), পিতা-ছলিম উল্লাহ।
ছ। সলিম উল্লাহ (২৫), পিতা-মৃত বশির আহমদ।
জ। নুর কামাল (১৩),পিতা-মৃত শাহ আলম।
ঝ। মোঃ লালু মিয়া (২৩), পিতা-মৃত রহিম উল্ল্যা। 
সকলের ঠিকানা-গ্রাম-শাহপরীরদ্বীপ, ডাকঘর-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    ভারপ্রাপ্ত সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, যুগ্ম সম্পাদক: শঙ্কর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close