সদ্য সংবাদ :
আন্তর্জাতিক

বিশ্বে সংক্রমণ-মৃত্যু কিছুটা কমেছে

Published : Tuesday, 22 December, 2020 at 11:03 AM
আন্তর্জাতিক ডেস্ক:মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। তবে, গত কয়েকদিনের তুলনায় সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। অন্যদিকে সুস্থতার সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যহারে।


তথ্যানুযায়ী, বিশ্বে গত একদিনে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরো ৮ হাজার মানুষের। একই সময়ে ৫ লাখেরও বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৭ কোটি ৭৭ লাখ ১৬ হাজার ২৪৬ জন। মৃত্যু হয়েছে ১৭ লাখ ৮ হাজার ৯২৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৯৫৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৭১৬ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৭৭২ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৭৫ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ১৪৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ৭২ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২২ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৮ লাখ ৭৭ হাজার ৭২৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১ হাজার ৩৫১ জনের।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ৭৯ হাজার ১৫১ জন। এর মধ্যে মারা গেছেন ৬০ হাজার ৯০০ জন।

অচেনা এই ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ২ হাজার ১৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৩১২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, যুগ্ম সম্পাদক: শঙ্কর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close