বিনোদন ডেস্ক: লোকজ আঙ্গিকের গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন কণ্ঠশিল্পী কিশোর পলাশ। ‘ভাঙা তরী’ দিয়ে জনপ্রিয়তার সারিতে আসার পর তিনি উপহার দিয়েছেন আরও বহু গান। বরাবরই তাকে পাওয়া গেছে লোক কিংবা আধ্যাত্মিক ঘরানার গানে।
তবে এবার কিশোর পলাশ হাঁটলেন ভিন্ন পথে। গাইলেন রক ধাঁচের গান। ২০২০ সালের শেষটা তিনি ব্যতিক্রম এ গানটি দিয়েই করেছেন। আজ ৩০ ডিসেম্বর প্রকাশিত হয়েছে নতুন গানটি।
এ গানের শিরোনাম ‘টাকা’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আবেগী জাকির। সঙ্গীতায়োজনে ছিলেন নমন। দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশিত হয়েছে।
কিশোর পলাশের মতে, এই গানে তিনি নিজেকে ভেঙেছেন। নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে অনেকটা চ্যালেঞ্জ নিয়ে গানটি করেছেন।
তার ভাষ্য, শ্রোতারা সবসময় নতুনত্ব চায়। তাদের চাহিদার কথা মাথায় রেখে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেহেতু আমি মৌলিক গান নিয়েই সবসময় থেকেছি, তাই চ্যালেঞ্জটা নিজের সঙ্গেই। সেই চ্যালেঞ্জ থেকেই প্রথমবারের মত রক ধাঁচের গান করা। আশা করি দর্শক-শ্রোতাদের মনে গানটি জায়গা করে নেবে।
জানা গেছে, ‘টাকা’ গানের ভিডিও নির্মাণ করেছেন নমন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন জাহিদ হাসান। আর ভিডিওতে মডেল হয়েছেন কিশোর পলাশ নিজেই। পুরাতন জেলখানার বিভিন্ন লোকেশনে এ গানের চিত্রায়ন হয়েছে। জি সিরিজের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//