সদ্য সংবাদ :

খাগড়াছড়িতে ঝরনায় ডুবে ২ পর্যটকের মৃত্যু

Published : Thursday, 31 December, 2020 at 9:05 PM
জাহিদুল করিম কচি: খাগড়াছড়ির মাটিরাঙায় পর্যটক কেন্দ্র রিছাং ঝরনায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে অপু চন্দ্র দাশ (২২) ও প্রীতম দেবনাথ (১৮) নামে দুই পর্যটকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে। নিহত প্রিতম খাগড়াছড়ি রুখাই চৌধুরী পাড়ার বাসিন্দা মৃত দুলাল দেব নাথের ছেলে এবং অপু চন্দ্র দাশ ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য চন্দ্র শেখর ত্রিপুরা জানান, মূল রিছাং ঝরনার উপরে আরেকটি ঝরনা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার বিকালে নিহতরা ওই ঝরনায় গোসল করতে যান। এ সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হতে পারে।

খাগড়াছড়ি টুরিস্ট পুলিশের পরিদর্শক সন্তোষ ধামাই জানান, বিকালে স্থানীয় একজন পানিতে লাশ দুটি দেখতে পান। মাটিরাঙা থানার পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাটিরাঙা থানার ওসি মোহাম্মদ আলী জানান, দুই পর্যটক বৃহস্পতিবার ঝরনায় বেড়াতে আসেন। ঝরনার উৎসমুখে জমে থাকা গভীর পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হতে পারে। পানিতে দুই পর্যটকের লাশ ভেসে উঠলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করেছে।

এর আগে চলতি বছরের ৭ সেপ্টেম্বর রিছাং ঝরনায় মলাই জ্যোতি চাকমা নামে এক স্কুল শিক্ষার্থী মারা যায়।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, যুগ্ম সম্পাদক: শঙ্কর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close