সদ্য সংবাদ :
বিনোদন

হলে দর্শক ফেরানোর মতো চলচ্চিত্র বানাতে হবে: প্রধানমন্ত্রী

Published : Sunday, 17 January, 2021 at 2:20 PM
স্টাফ রিপোর্টার:সিনেমা হলে দর্শক ফেরানোর মতো চলচ্চিত্র নির্মাণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে সংশ্লিষ্টদের আরও দক্ষ হতে হবে। বিশ্ব দরবারে নিয়ে যেতে হবে দেশের চলচ্চিত্রকে। দেশের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি শিশুদের জন‌্য বেশি বেশি চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে না পেরে তিনি বলেন, আমার একটা দুঃখ থেকে গেলো, আমি নিজে উপস্থিত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সবার হাতে তুলে দিতে পারলাম না। এটা আমার জন্য খুব কষ্টের। তারপরেও আমি আশা করি, এই করোনার হাত থেকে আমরা মুক্তি পাবো এক দিন। আবার আমরা সবাই এক হতে পারবো।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, যুগ্ম সম্পাদক: শঙ্কর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close