কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নে অভিযান চালিয়ে মাটির নীচ থেকে বস্তাভর্তি ১২ কোটি ৪১ লাখ টাকার ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনসুর আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মনসুর আলম(২৯) কক্সবাজার রুমালিয়াছড়া ৬নং ওয়ার্ড এলাকার খোরশেদ আলমের ছেলে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, গোপন সংবাদে জানতে পারি টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বড় হাবিবপাড়া এলাকার জাফর আলমের বাড়ির উঠানে কতিপয় মাদক ব্যবসায়ী বিশেষ কায়দায় ইয়াবা সংরক্ষণ করে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-৭, এর একটিদল অভিযান চালিয়ে মো. মনসুর আলমকে আটক করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে মনসুর আলম স্বীকার করে তার হেফাজতে বসবাড়ির উঠানে থাকা মুরগীর ফার্মের সামনে মাটি খুড়ে বিশেষ কায়দায় ইয়াবা সংরক্ষণ করে রেখেছে। পরবর্তীতে মনসুল আলমের দেখানো স্থান থেকে দুইটি প্লাস্টিকের বস্তার ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪ লাখ ১৩ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, মনসুর আলমকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্ত এলাকা মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান বাংলাদেশে আনয়ন করে এবং পরবর্তীতে টেকনাফ, উখিয়া, কক্সবাজারসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও পাইকারী ব্যবসায়দের নিকট উক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১২ কোটি ৪১ লক্ষ টাকা।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//