সদ্য সংবাদ :
শিক্ষা

টিকা পেতে ১৫০৩৬ বিদেশগামী শিক্ষার্থীর আবেদন

Published : Monday, 19 July, 2021 at 8:17 PM
স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস প্রতিরোধক টিকা পাওয়ার জন্য ১৫ হাজার ৩৬ জন বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থী আবেদন করেছেন।

সোমবার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।


টিকা পাওয়ার জন্য সবচেয়ে বেশি আবেদন করেছেন চীনগামী শিক্ষার্থীরা। ৬ হাজার ১৯ জন চীনগামী শিক্ষার্থী আবেদন করেছেন। কানাডাগামী ১ হাজার ৯৯৮ জন, ভারতগামী ১ হাজার ৬২, যুক্তরাজ্যগামী ১ হাজার ৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

গত ১৩ জুলাই থেকে বিদেশগামী শিক্ষার্থীদের টিকার জন্য আবেদন শুরু হয়েছে। আগামী ২৭ জুলাই পর্যন্ত তারা আবেদন করতে পারবেন।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close