সদ্য সংবাদ :
আন্তর্জাতিক

নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে ১১০ কোটি টিকা দেবে যুক্তরাষ্ট্র

Published : Thursday, 23 September, 2021 at 1:29 PM
আন্তর্জাতিক ডেস্ক: করোনা মোকাবেলায় বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে ১১০ কোটি ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন। আল জাজিরা এ খবর জানিয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিন যে, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র দ্বিগুণ সংখ্যক ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয় করবে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুত ১১০ কোটি ডোজ টিকা এসব দেশকে অনুদান হিসেবে দেবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সাইডলাইন বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে জো বাইডেন এসব কথা বলেন। টিকা অনুদান দেয়ার এ ঘোষণাকে ‘ঐতিহাসিক অঙ্গীকার’ বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে অনুদান হিসেবে দেয়ার জন্য ফাইজারের কাছ থেকে আরও ৫০ কোটি ডোজ টিকা কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।’ আগামী বছরে টিকার এসব চালান ওই দেশগুলোতে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

এ সময় বাইডেন কোভিড-১৯কে হারাতে বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। সেইসঙ্গে আসন্ন যে কোনো মহামারি মোকাবেলায় প্রস্তুত থাকার জন্যও আহ্বান জানান তিনি।

বাইডেন গরিব দেশগুলোতে টিকা বিক্রি না করে অনুদান হিসেবে দেয়ার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, এ অনুদানের (টিকা) সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ// 







আন্তর্জাতিক পাতার আরও খবর


সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close