সদ্য সংবাদ :
আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ১৬০

Published : Sunday, 17 October, 2021 at 12:46 AM
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন। শনিবার সৌদি জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। তারা জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণের শহর মারিবে এ হামলা চালানো হয়। নিহতদের সবাই হুথি বিদ্রোহী বলে দাবি করা হয়েছে। খবর এনডিটিভির।


সৌদি জোট ইয়েমেনের ক্ষমতাসীন সরকারকে সমর্থন জানিয়ে আসছে। সৌদি জোট জানিয়েছে, তারা ২৪ ঘণ্টায় আবদিয়া এলাকায় ৩২ বার হামলা চালিয়েছে। এসব হামলায় ১১টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। সেইসঙ্গে ১৬০ ‘সন্ত্রাসী’ (হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী বলে মনে করে সৌদি আরব) নিহত হয়েছেন।

বার্তাসংস্থা এএফপি স্বাধীনভাবে এ দাবি যাচাই করতে পারেনি। এ নিয়ে হুথি বিদ্রোহীরাও কোনো মন্তব্য করেনি। সাধারণত তারা প্রাণহানীর বিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলে না।

সৌদি জোট বলছে, গত সোমবার থেকে মারিবে বিমান হামলায় ৭০০-এর বেশি ইরানভিত্তিক বিদ্রোহী নিহত হয়েছেন। আবদিয়া মারিবেরই একটি প্রতিবেশি এলাকা।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ // 







আন্তর্জাতিক পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close