সদ্য সংবাদ :
খেলা

ফলোঅন এড়াতেও পারল না বাংলাদেশ

Published : Monday, 10 January, 2022 at 1:58 PM
স্পোর্টস ডেস্ক: মাউন্ট মঙ্গানুইতে ইতিহাস গড়ে উড়তে থাকা বাংলাদেশ দলকে চার দিন পর মাটিতে নামালো কিউইরা। ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা দল শেষ পর্যন্ত অল-আউট হয়েছে ফলোঅন এড়ানোর আগেই। ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে করতে হতো ১৭৪ রান।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৫২১ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম ৭ রান করে বিদায় নেন দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে সেকেন্ড স্লিপে থাকা টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে।
আরেক ওপেনার নাঈম শেখের আজ অভিষেক টেস্টের প্রথম ইনিংস ছিল। বাংলাদেশ দলের একশতম টেস্ট ক্রিকেটার হিসেবে ক্যাপ পাওয়া নাঈম হতাশ করেছেন, মাত্র ৫ বল খেলে রানের খাতা খোলার আগে টিম সাউদির বলে বোল্ড হয়ে ফিরতে হয় সাজঘরে।

মাউন্ট মঙ্গানুই টেস্টে দুর্দান্ত ব্যাটিং করা নাজমুল হোসেন শান্তকেও এদিন ৪ রানে ফেরান ট্রেন্ট বোল্ট। অধিনায়ক মুমিনুল হকও শূন্য রানে ফেরেন সাউদির বলে বোল্ড হয়ে।

দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাসের ব্যাট এদিন হাসেনি। বোল্টের বলে ক্যাচ দেয়ার আগে মাত্র ৮ রান করেন তিনি। একে একে পাঁচ ব্যাটারের বিদায়ের পর দলের হাল ধরেন ইয়াসির আলী ও নুরুল হাসান।

দুজনের জুটি আভাস দিচ্ছিল বড় কিছুর তবে থামিয়ে দেন সাউদি। নুরুল হাসানকে ৪১ (৬২) রানে এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান সাজঘরে। একপাশ আগলে রেখে ইয়াসির আলী দেখেছেন অন্যপ্রান্তের ব্যাটারদের যাওয়া-আসার দৃশ্য।

মেহেদী হাসানকে ৫ রানে বোল্ড করে ট্রেন্ট বোল্ট মেতে ওঠেন টেস্টে ৩০০ উইকেট নেয়ার উল্লাসে। তাসকিন আহমেদ যেন টি-টোয়েন্টি খেলতেই নেমেছিলেন। কাইল জেমিনসনের বল উড়িয়ে মারতে গিয়ে উইল ইয়াংয়ের হাতে ক্যাচ দেন ২ রানে।

তবে একপাশ আগলে রাখা ইয়াসির আলীকেও ফিরতে হয় ৫৫ রান করে। জেমিনসনের বল খেলতে গিয়ে মিড উইকেটে থাকা ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

এরপর শরিফুলকে ২ রানে বোল্ড করে ফেরান বোল্ট। ১২৬ রানে অল-আউট হয়ে দিন শেষের আগে ফলোঅনের লজ্জায় পড়তে হলো বাংলাদেশকে। ট্রেন্ট বোল্ট নেন ৫ উইকেট, ৩ উইকেট নেন টিম সাউদি ও ২ উইকেট নেন জেমিনসন।

এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫২১ রান তুলে ইনিংস ঘোষণা করে। টম ল্যাথামের ব্যাটে আসে ২৫২ রান। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ রান করেন ডেভন কনওয়ে। টম ব্লান্ডেল করেন ৫৭ রান। ওপেনার উইল ইয়াংয়ের ব্যাটে আসে ৫৪ রান।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। ১ উইকেট নেন মুমিনুল হক।


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close