সদ্য সংবাদ :
অপরাধ

দুই ভাইের দ্বন্দ্বে কলেজছাত্র খুন

Published : Tuesday, 11 October, 2022 at 10:52 AM
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে এক ছাত্রকে কুপিয়ে খুন করেছে স্থানীয় কিছু বখাটে। এ ঘটনায় তাৎক্ষণিক দুজনকে আটক করেছে পুলিশ।

মসঙ্গলবার (১১ অক্টোবর) সকালে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১০ অক্টোবর) রাতে জেলা শহরের মাইজদী বাজার আনসার ক্যাম্প সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বেগমগঞ্জ উপজেলার আলাদী নগর এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে কামরুল হাসান যোবায়ের। তিনি নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সিভিল বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তবে বাবার চাকরির সুবাদে আনসার ক্যাম্প সংলগ্ন চন্দ্রপুর এলাকায় সপরিবারে বসবাস করতেন।

জানা গেছে, সোমবার সকালে ছোট ভাই বড় ভাই ইস্যুতে রাকিব নামে এক কিশোরকে থাপ্পড় দেয় যোবায়ের। পরে তারই জের ধরে রাকিব, তার আরও দুই ভাই আহাদ ও পিয়াসসহ কিছু বখাটে মিলে যোবায়েরকে মারধর করার জন্য পাহারা দিতে থাকে। এই খবর পাওয়ায় যোবায়ের বাসা থেকে বের হচ্ছিল না।

এদিকে হঠাৎ করে রাতে লাদেন নামে যোবায়েরের বন্ধু তাকে ফোন করে বাসা থেকে ডেকে নেয়। বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর নোয়াখালী শিশু পরিবার সংলগ্ন এলাকায় রাকিব, আহাদ ও পিয়াসসহ আরও ১০ থেকে ১৫ জন যোবায়েরকে এলোপাথাড়ি মারধর করে। এক পর্যায়ে ছুরি দিয়ে কুপিয়ে তাকে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য, কুমিল্লা মেডিকেলে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ রাকিবসহ দুজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //







সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close