সদ্য সংবাদ :
অপরাধ

সৌদিতে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ঘটনায় দালাল গ্রেপ্তার

Published : Tuesday, 11 October, 2022 at 1:12 PM
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক তরুণী সৌদি আরবে নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় দালালসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ। গ্রেপ্তার ব্যক্তির নাম কাশেম মিয়া। তিনি চুনারুঘাট উপজেলার আমতলী এলাকার বাসিন্দা ও আদম ব্যাপারী হিসেবে পরিচিত।

এর আগে গত রোববার ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তরুণীর বাবা। আসামিরা হলেন- স্থানীয় দালাল কাশেম মিয়া, ঢাকার শান ওভারসিজের স্বত্বাধিকারী এবিএম শামছুল আলম, একই প্রতিষ্ঠানের নারী কর্মকর্তা সুইটি আক্তারসহ ছয়জন। চুনারুঘাট থানা পুলিশ সোমবার কাশেমকে গ্রেপ্তারের পর তাকে মাধবপুর থানায় হস্তান্তর করেছে।


মামলায় অভিযোগ করা হয়, মাধবপুর উপজেলার ওই তরুণীকে গত ২৭ সেপ্টেম্বর গৃহকর্মীর কাজ দিয়ে সৌদি আরবে পাঠায় ঢাকার আরামবাগ এলাকায় অবস্থিত শান ওভারসিস নামের একটি রিক্রুটিং এজেন্সি। ওই তরুণী সেখানে যাওয়ার পর তাকে রিয়াদে আটকে রেখে নির্যাতন করা হয়। কাশেম মিয়া ওই তরুণীকে ও তার পরিবারকে নানা প্রলোভন দেখিয়ে ঢাকার শান ওভারসিসের মাধ্যমে সৌদি আরব পাঠিয়েছিলেন। বিদেশে পাঠানোর ক্ষেত্রে দালাল চক্র ওই তরুণীর বয়স কমানো, ঠিকানা পরিবর্তনসহ নানা প্রতারণার আশ্রয় নেয়। পাশাপাশি তাকে গৃহকর্মীর ভিসায় না নিয়ে ভিজিট ভিসায় সেখানে পাঠানো হয়।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //







সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close