সদ্য সংবাদ :
জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

Published : Monday, 14 November, 2022 at 10:31 AM
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোটাররা কেবল সদস্য নির্বাচনে ভোট প্রয়োগ করবেন।

|একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করছেন। দুপুর ২ টা পর্যন্ত এই পরিষদের ভোট গ্রহণ চলবে।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, প্রত্যেক কেন্দ্রে দুইটি করে মোট ১০টি বুথ আছে। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য ৫ জন প্রিজাইডিং অফিসার, ১০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২০ জন পোলিং অফিসার নিয়োজিত আছেন। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে প্রত্যেক ভোট কেন্দ্রে ৩ জন পুরুষ ও ১ জন মহিলা আনসার সদস্য নিয়োগ আছেন। এছাড়াও মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, জেলা পরিষদের ৫টি সাধারণ ওয়ার্ডে ২০ জন সদস্য ও ২ টি সংরক্ষিত আসনে ৫ জন মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরও জানান, জেলা পরিষদের মোট ভোটার সংখ্যা ৬৫৯ জন ভোটার আছেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে ২০৬, শিবগঞ্জে ২১০, গোমস্তাপুরে ১২০, নাচোলে ৬৮ ও ভোলাহাটে ৫৫ জন ভোটার ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫০৫ জন ও মহিলা ভোটার ১৫৪ জন।

জেলা পরিষদের ১ ও ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ২ প্রার্থী ও ২ নং ওয়ার্ডের নারী সংরক্ষিত আসন থেকে আরও ১ প্রার্থী ভোট থেকে নিজের ইচ্ছায় সরে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়্যারমান পদে ৪ জন মনোনয়নপত্র তুললেও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন একাই জমা দেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত করা হন।


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ //








জাতীয় পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close