সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১
 
শাহীন চৌধুরীর ১৭তম প্রকশনা কবিতার বই ‘সময় দুঃসময়’ এখন বই মেলায়
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪২ পিএম |

স্টাফ রিপোর্টার:কবি কথা সাহিত্যিক সাংবাদিক শাহীন চৌধুরীর ১৭তম প্রকাশনা কবিতার বই ‘সময় দুঃসময়’ এখন বই মেলার ছায়াবিথী প্রকাশনীর ৩, ৪, ৫ এবং ৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। নব্বই দশকের রোমান্টিক কবি শাহীন চৌধুরীর আলোচিত কবিতার বই ‘সময় দুঃসময়’-এ প্রেম ভালোবাসার পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক অস্থিরতা, সমাজ জীবনের হতাশা, প্রকৃতি, রোহিঙ্গা নির্যাতন, গাজায় নারী শিশু হত্যা, ইউক্রেনে মানবতা লঙ্ঘনসহ নানা বিষয়ের কবিতা স্থান পেয়েছে। অক্ষরবৃত্ত মুক্তছন্দে রচিত কবিতাগুলোতে কবি প্রচলিত সহজ সরল শব্দ ব্যবহার করেছেন যা সহজেই পাঠকদের আকৃষ্ঠ করবে। 
শাহীন চৌধুরীর একাধিক কাব্যগ্রন্থ, উপন্যাস, ভ্রমণকাহিনীসহ বহু প্রকাশনা রয়েছে। ইতিমধ্যেই তার কবিতার বই সুনন্দা, উপন্যাস প্রবাসিনী, তৃতীয় নারী, নিরুদ্দেশ, ভ্রমণকাহিনী গ্রেটওয়াল থেকে নায়াগ্রা, সিউল থেকে লংআইল্যান্ড, জাফলং থেকে সুন্দরবন, রাজনৈতিক গ্রন্থ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও নিনিয়ান স্টিফেন, প্রবাস রিপোর্টিং বিষয়ক বই জাতিসংঘ ও লাইভ ওবামা ব্যপক জনপ্রিয়তা পেয়েছে। তরফদার প্রকাশনী তার ১২টি এবং ছায়াবিথী প্রকাশনী ৫টি বই প্রকাশ করেছে।
সময় দুঃসময়’ বইটির প্রচ্ছদ এঁকেছেন কামাল হোসেন। সুন্দর সাদা কাগজে ছাপানো বইটির দাম ২৫০ টাকা। বই মেলা থেকে ক্রয় করলে পাঠক এর ৩০% মূল্য ছাড় পাবেন। বই মেলা ছাড়াও অনলাইনে রকমারি ডটকমে বইটি পাওয়া যাচ্ছে। আমরা বইটির বহুল প্রচার প্রত্যাশা করছি।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft