সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১
 
এবার উড়ন্ত ট্যাক্সি ও ড্রোনে পরিবহন সেবা পাবেন হজযাত্রীরা
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৪:৫৬ পিএম |

স্টাফ রিপোর্টারঃ হজযাত্রীদের জন্য এবার বেশ কিছু ব্যতিক্রমী সেবার ব্যবস্থা করেছে সৌদি আরব। এবারের হজ মৌসুমে তারা উড়ন্ত টেক্সি ও ড্রোনে করে যাতায়াত করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার মদিনায় অবতরণ করা বিদেশি হজযাত্রীদের স্বাগত জানিয়েছে এ তথ্য জানান সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকবিষয়ক মন্ত্রী সালেহ আল-জাসের।

তিনি বলেন, ‘পরিবহবন ব্যবস্থার চরম উন্নতির পর উড়ন্ত ট্রেক্সির এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
আগামীতে পরিবহন ব্যবস্থায় এ সেবা দিতে অনেক বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এ ধরনের পরিবহন পরিচালনায় প্রযুক্তি ও উপযুক্ত পরিবেশ সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। এবারের হজ মৌসুমে এমন পরিবহন পরীক্ষামূলক চলবে।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft