সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১
 
আ. লীগের দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১:২৮ এএম |

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক সবাইকে আনা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকরা সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনা সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রিপন ও কল্পনা দুইজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এ ঘটনায় বাবুল বেপারী (৪৭), ইখতিয়ার বেপারী (২৬), আব্দুর রব (৫৫), মহিউদ্দিন শেখ (৩৪), আসলাম মোল্লা (৫০) গুলিবিদ্ধ হয়েছেন। তাদের প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনা গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ চলছিলো। এরই জেরে বুধবার রাতে রিপন গ্রুপের উজির আলীর সমর্থকরা কল্পনা গ্রুপের শওকতের সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এতে কল্পনা গ্রুপের পাঁচজন গুলিবিদ্ধ হয়। রিপন ও কল্পনা দুইজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম কালাম প্রধান জানান, গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের হাত ও পায়ের বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান বলেন, পূর্ব বিরোধের জেরে হামলায় গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft