সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১
 
এবার একসাথে আসছেন সঞ্জয় -রণবীর
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১:৪১ পিএম |

বিনোদন ডেস্ক:আদিত্য ধরের পরিচালনায় দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর সিংকে। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সিনেমাটির সম্ভাব্য নাম ‘ধুরন্ধর’। আর সিনেমাটি বসবে তারার হাট। মুখ্য চরিত্রে রণবীরের সঙ্গে দেখা যেতে পারে—সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল, অক্ষয় খান্নাসহ একাধিক তারকাকে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডের প্রেক্ষাপটে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হবে সিনেমাটি। সেখানে গোয়েন্দা কর্মকর্তা চরিত্রে থাকবেন রণবীর আর খলচরিত্রে দেখা যতে পারে সঞ্জয় দত্তকে।

তবে আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপালের চরিত্রের আভাস এখনই প্রকাশ্যে আনতে নারাজ নির্মাতারা। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন আদিত্য।
আগামী আগস্ট মাস থেকে শুরু হতে পারে একাধিক তারকা সমন্বিত সিনেমাটির শুটিং। ভারতের পাশাপাশি বাইরেও একাধিক জায়গাতে হবে দৃশ্যধারণ। সিনেমাটিতে রণবীরের চরিত্রটি গড়া হবে লার্জার দ্যান লাইফ আদলে। এভাবে আগাচ্ছে চিত্রনাট্য তৈরির কাজ। ইতিমধ্যেই চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন অভিনেতারা।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft