সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১
 
ভারতে প্রথম ৫ দিনে কত আয় করল ‘তুফান’?
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৬:২৫ পিএম |

বিনোদন ডেস্ক: মুক্তির প্রথম দিন থেকেই দেশের সিনেমা হলগুলোতে তাণ্ডব চালাচ্ছে ‘তুফান’। দেশের বাইরেও একই চিত্র। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে হাউজফুল চলছে। তবে সুবিধা করতে পারেনি ভারতে। পশ্চিমবঙ্গের প্রমাণসংখ্যক হলে মুক্তি পেলেও দর্শক টানতে পারেনি কিং খানের ছবিটি। মুক্তির প্রথম সপ্তাহে আয়ের পরিমাণও সন্তোষজনক নয়। 

ভারতীয় সংবাদয়ামধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, sacnilk-এর রিপোর্টানুসারে প্রথম পাঁচ দিনে ভারত এই ছবির ব্যবসা মাত্র ৭ লক্ষ রুপি। অর্থাৎ ১০ লক্ষের গণ্ডিও পার করতে পারেননি শাকিব খান। যদিও বাংলাদেশ ও বিশ্বের অন্য প্রান্তের ব্যবসা মেলালে এই ছবি ৩৫ কোটির গণ্ডি পার করে ফেলেছে।

এর আগে রায়হান রাফী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘তুফান বড় বাজেটের ছবি। বাংলাদেশে ১০-১৫ দিনের মধ্যে সেই টাকা আমরা ফিরে পেয়েছি। অসাধারণ ঘটনা। তার মানে, বাণিজ্যিক ছবির চাহিদা এখনও রয়েছে।’তবে কলকাতার দর্শকের সেই চাহিদা পূরণ করতে পারেনি সিনেমাটি। 

৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে ‘তুফান’। সিনেমাটির নির্মাণ করেছেন রায়হান রাফী। নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে এ ছবিতে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। আরও দেখা গেছে মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরীসহ অনেককে। 

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft