সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১
 
ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুলাই, ২০২৪, ২:৪২ পিএম |

কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে সোমবার (১৫ জুলাই) ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে খেলা শুরু ভোর ৬টায়।


উরুগুয়েকে টপকে রেকর্ড ১৬তম শিরোপা জয়ের প্রত্যাশায় প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। ডি মারিয়াকে বিদায়ী উপহার দিতে, সতীর্থদের একাট্টা করেছেন দলপতি লিওনেল মেসি। আর ভুল শুধরে শিষ্যদের কৌশল বাস্তবায়নে মনোযোগী হতে বলেছেন, আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

এদিকে ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে কোপার দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে প্রত্যয়ী কলম্বিয়া। হামেস রদ্রিগেজের পুনর্জন্ম আর লুইস দিয়াজ-দানিয়েল মুনোজদের গতি দিয়ে, প্রতিপক্ষকে ধরাশায়ী করার পরিকল্পনা নেস্তর লরেঞ্জোর দলের।

এদিকে ফাইনালকে সামনে রেখে এরই মধ্যে নিজের সেরা একাদশ সাজিয়ে ফেলেছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর খবর, সেমির অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বিদায়ী ম্যাচে প্রত্যাশিতভাবেই খেলবেন ডি মারিয়া। আক্রমণভাগে তার সঙ্গী হিসেবে থাকবেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। ফাইনালেও বেঞ্চে থাকবেন লাউতারো মার্টিনেজ।

মাঝমাঠে দাপট দেখাবেন রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বিকল্প হিসেবে লিয়ান্দ্রো পারেদেস থাকলেও বিষয়টি নিয়ে ভাবতে নারাজ স্কালোনি।

গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস টালিয়াফিকোরা প্রত্যাশিতভাবেই রক্ষণভাগের দায়িত্বে থাকবেন। তবে সেমিতে চোট পাওয়ায় ফাইনালের মঞ্চে মন্তিয়েলকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। তার বদলে ফাইনালের বিগ ম্যাচে নাহুয়েল মলিনাকে দেখা যেতে পারে। যথারীতি গোলবারের নিচে থাকবেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ।



গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ

রক্ষণভাগ : গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টালিয়াফিকো

মাঝমাঠ : রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার

আক্রমণভাগ : আনহেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft