প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ১২:৫৯ পিএম আপডেট: ০৬.০৮.২০২৪ ১:০৪ পিএম |
স্টাফ রিপোর্টার:প্রায় ১৩ বছর ধরে বন্ধ ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়। মগবাজারের কার্যালয়ের পাশাপাশি পুরানা পল্টনে জামায়াতের ঢাকা মহানগরী কার্যালয়ের দশাও ছিল একই। টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। স্বস্তি নেমে আসে জামায়াত-বিএনপিসহ দীর্ঘদিন কোণঠাসা হয়ে থাকা রাজনৈতিক দলগুলোর শিবিরে। এরইঅংশ হিসেবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজান ও মোনাজাতের মধ্য দিয়ে প্রবেশ করেন জামায়াতের নেতাকর্মীরা।
সোমবার (৫ আগস্ট) রাতে তারা কেন্দ্রীয় কার্যালয়ে যান। এ সময় গেটের সামনে দাঁড়িয়ে একজন উচ্চস্বরে আজান দেন। পরে মোনাজাত করা হয়।
এদিকে রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমিরসহ শীর্ষ নেতারা কার্যালয়ে প্রবেশ করেন। সেখান থেকে ভিডিও বার্তায় দেশবাসী ও নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয়। সেসময় জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি আরও জোরাল হয়। তবে গত ১৫ বছরে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস হওয়ার পেছনে বিএনপি ও জামায়াতকে দায়ী করে ধর্মভিত্তিক দলটি নিষিদ্ধের বিষয়ে একমত হন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। পরে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াত-শিবিরের রাজনীতি।
জামায়াত-শিবির নিষিদ্ধের সপ্তাহ পার না হতেই বদলে গেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এরই ধারাবাহিকতায় এক যুগের বেশি সময় ধরে কার্যালয়ে দলটির নেতাকর্মীদের আনাগোনা না থাকলেও এখন সরগরম হয়ে উঠেছে।
তথ্য অনুযায়ী, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতের এই দুই কার্যালয়ে পুলিশ তালা দেয়। এরপর থেকে এই অবস্থায় পড়ে থাকে কার্যালয় দুটি।
রাজধানীর মগবাজার ওয়ারলেস রেলগেট পার হয়ে একটু সামনে গেলেই জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়। ৫০৫ নং হোল্ডিংয়ের ভবনটির প্রধান গেট এতদিন ভেতর থেকে তালাবদ্ধ ছিল। জরাজীর্ণ গেটটিতে মাকড়সার জাল ও ধূলোর আস্তরণ পড়ে ছিল। সবমিলিয়ে যেন ভূতুড়ে পরিবেশ ছিল ভবনজুড়ে। তবে এখন ধীরে ধীরে নেতাকর্মীদের আনাগোনা বাড়ার পাশাপাশি ভবন সংস্কার করে আগের চেহারায় ফিরতে পারে এমন স্বপ্ন বুনছেন নেতাকর্মীরা।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//