প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৪:১৬ পিএম |
স্টাফ রিপোর্টার:রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশ শুরু হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দুপুর ২টা ৩৮ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে এই সমাবেশ শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, এরই মধ্যে রাজধানীর নয়াপল্টনে মাথায় জাতীয় পতাকা বেঁধে, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনও আসছেন তারা। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো নয়াপল্টন।
জানা গেছে, সমাবেশের প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এ ছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
এর আগে, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের তথ্য জানানো হয়।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//