সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১
 
জামালপুরে মিষ্টি কুমড়া চাষে গ্রামীন মহিলিরা আত্ম-নির্ভরশীল
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ২:০৬ এএম |

কাজী রফিকুল হাসান,জামালপুর: কৃষি মন্ত্রনালয় গ্রামীন মহিলাদের কৃষি শিল্পের মাধ্যমে আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে সারাদেশের ন্যায় জামালপুরে কৃষি ভিত্তিক একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রকল্পের মধ্যে ছিলো মিষ্টি কুমড়া, চাষের উৎসাহিত করা। কৃষি বিভাগের এ প্রকল্প বাস্তবায়ন হওয়ায় অধিকাংশ গ্রামীন মহিলা আত্ন-নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে গ্রামীন অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে এসেছে।

 জানা যায়, জামালপুর সদর উপজেলা কৃষি সর্মৃদ্ধ এলাকা। এ উপজেলার সর্বত্র সারা বছরই গ্রামীন মহিলারা কৃষি শিল্পে ব্যস্ত থাকেন। বিশেষ করে মিষ্টি কুমড়া চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: এমদাদুল হক এ প্রতিবেদককে বলেন, গ্রামীন মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মিষ্টি কুমড়া চাষে ব্যপক উৎসাহিত করা হয়েছে। যার জন্যে গ্রামীন মহিলারা মিষ্টি কুমড়া চাষে ঝুঁকে পড়েছে। সরেজমিনে লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে কথা হয় বেশ কয়েকজন গ্রামীন মহিলার সাথে এর মধ্যে লক্ষীরচরের জবুলা বেগম(৩৫) টেবিরচরের হুসনা বেগম(২৮) তারা জানান কৃষি বিভাগের সার্বিক সহযোগিতার কারনে মিষ্টি কুমড়া অর্থকরি ফসলে পরিনত হয়েছে।এখন সারা বছরই মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে।

কৃষি মন্ত্রনালয়ের এ প্রকল্প মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ব্যপক ভাবে বাস্তবায়ন হয়েছে। সর্বত্রই সারা বছরই মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে। সরেজমিনে মহাদান, ভাটারা, কামরাবাদ, মেষ্টা, ডাংধরা, পাররামপুর, বাট্রাজোর এলাকা ঘুরে মহাদান গ্রামের আছিয়া(৩০) নাজমা(২৮) সহ বেশ কয়েকজন গ্রামীন মহিলার সাথে তারা বলেন, সরকার গ্রামীন মহিলাদের স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য মিষ্টি কুমড়ার মতো কৃষি ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এ কাজে কৃষি বিভাগ ব্যপক সহায়তা করছে। যার জন্যে সারা বছরই মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে। এ ব্যপারে এ সব উপজেলার কৃষি কর্মকর্তাদের সাথে কথা বললে তারা এ প্রতিবেদককে বলেন, গ্রামীন অর্থনীতি চাঙ্গা করার জন্য এ প্রকল্প। এ প্রকল্পে অধিকাংশ গ্রামীনমহিলা আজ স্বাবলম্বি।

 


         

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft