সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১
 
নিম্ন আদালতের ক্ষতি না করার অনুরোধ আইন উপদেষ্টার
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ২:১০ পিএম আপডেট: ১০.০৮.২০২৪ ২:১২ পিএম |

স্টাফ রিপোর্টার:অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, দেশের নিম্ন আদালতের কোনো ক্ষতি না করার আহ্বান। তিনি বিভিন্ন জেলায় নিম্ন আদালত ঘেরাও হওয়ার খবর পাওয়ার কথা জানিয়ে বলেন, নিম্ন আদালত বিষয়ে ছাত্র-জনতার কোনো দাবি নেই। কেউ কিছু বললেও সেটা ভুল করে বলেছে।

আজ শনিবার (১০ আগস্ট) বেলা ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক ভিডিওবার্তা আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি বলেন, আমি যত দূর জানি, আপনাদের নিশ্চিত করছি, ছাত্র-জনতার দাবি ছিল উচ্চ আদালতের অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য কয়েকজন বিচারপতির পদত্যাগের বিষয়ে। নিম্ন আদালতের ক্ষেত্রে তাঁদের কোনো কর্মসূচি নেই।

জেলার আদালত, অর্থাৎ নিম্ন আদালত ঘেরাও হওয়ার উদ্বেগজনক খবর পাওয়ার কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, আমি আন্দোলনকারী ছাত্র-জনতার কাছে অনুরোধ করব, জেলা আদালতে কোনোভাবে ধ্বংসযজ্ঞ বা নাশকতামূলক কাজ করবেন না। সেখানে ঘেরাওয়ের কোনো প্রয়োজন নেই।

আসিফ নজরুল আরও বলেন, বর্তমান পরিস্থিতিতেও নিম্ন আদালতের বিচারকেরা কাজ করে যাচ্ছেন। অতীতে ভুল-ভ্রান্তি কিছু হয়েছে, সেটা থেকে তাঁরা বের হয়ে আসবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। তিনি নিম্ন আদালতে নিরাপত্তার ব্যবস্থা করার আহ্বান জানান।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft