সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১
 
আশুলিয়া শিল্পাঞ্চলে সেনা টহল, পরিস্থিতি স্বাভাবিক
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৮ পিএম আপডেট: ০৩.০৯.২০২৪ ৭:১০ পিএম |

স্টাফ রিপোর্টার: টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলনের পর আজ অনেকটাই শান্ত আশুলিয়া শিল্পাঞ্চলের পরিবেশ। সেনা টহল চলমান থাকায় স্বস্তিতে রয়েছেন স্থানীয় শিল্প মালিকরা।


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর থেকে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শিল্প এলাকায় টহল দিতে দেখা গেছে। মোতায়েন রয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

আশুলিয়া শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকে বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। সেগুলোতে স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। তবে আশুলিয়ার নাসা গ্রুপ, আল-মুসলিমসহ চারটি কারখানার শ্রমিকরা সকালে কারখানার অভ্যন্তরে প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে হইচই শুরু করেন। এ সময় একটি কারখানার মালিকপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।

এ ছাড়া কিছু কারখানায় শ্রমিকদের দাবি নিয়ে কিছুটা অসন্তোষ চললেও তা সমাধানের চেষ্টা চলছে। শিল্প পুলিশও বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি টহল অব্যাহত রেখেছে।

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, আজ সামগ্রিক পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা যদিও সেভাবে এখনো যৌথ অভিযান শুরু করিনি, অভিযানের ঘোষণায় একটি বড় প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অভিযানের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft