শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ২৬ আশ্বিন ১৪৩১
 
ফিজিওথেরাপি চিকিৎসা একটি নিরাপদ চিকিৎসা পদ্ধতি : ডা. শাহাদাত
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪৬ এএম |

স্টাফ রিপোর্টার: বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানুষের শরীরের জন্য  ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ এক অনুসঙ্গ। বিশেষ করে যারা খেলাধুলা  করে তাদের ফিট রাখতে বড় ভুমিকা পালন করে ফিজিওথেরাপি। এখন একমাত্র  ফিজিওথেরাপির কারনে ঔষধ ছাড়া শরীরের নানা ব্যাথা বেদনা নিরাময় করা যায়।ফিজিওথেরাপি চিকিৎসা একটি নিরাপদ  চিকিৎসা পদ্ধতি।ফিজিওথেরাপি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে শারীরিক যন্ত্রণাকারী ব্যাধি ও বিভিন্ন অসুস্থতার চিকিৎসা করা হয়। 

ফিজিওথেরাপিতে বিভিন্ন ফিজিক্যাল টেকনিক ব্যবহার করে করা হয়।ফিজিওথেরাপি চিকিৎসার লক্ষ্য হলো শরীরের বিভিন্ন অংশের যন্ত্রণা বা ব্যথা ঔষধ ব্যবহার ছাড়া কমানো, সামঞ্জস্যপূর্ণ করা এবং পুনরুদ্ধার করা। এটি ক্ষয়ক্ষতি, ব্যাথা, অসুস্থতার পূর্ববর্তী চিকিৎসা ও প্রতিবন্ধী চিকিৎসা করতে পারে।

৮ সেপ্টেম্বর, রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে বিভগীয় স্পোর্টস  ফিজিওথেরাপি এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বিশ্ব ফিজিওথেরাফি দিবস উপলক্ষে এক  সেমিনারের প্রধানতির বক্তব্যে এ কথা বলেন।


এসোসিয়েশনের সভাপতি  মো: আবু হানিফের  সভাপতিত্বে  এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক চিকিৎসক ও স্পোর্টস মেডিসিন ডা. শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন  বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা সাইফুল ইসলাম, সাবেক ক্রিকেটার আজম ইকবাল,বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব লায়ন কামরুল হাসান তালুকদার, ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান, মাসুমউদ্দুল্লাহ, শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন বাবর, ভেটানারি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম মওলা,বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ সাজ্জাদ উদ্দিন, সেমিনার আয়োজক কমিটির সদস্য ও  ক্রীড়া সংগঠক এবং  সাবেক ছাত্রনেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন, ক্রীড়া সংগঠক সাবেক ছাত্রনেতা খালেদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক রবিউল হোসেন, ছাত্রনেতা সাকিল আহমদ, ছাত্রনেতা জনি।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//




 

 








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ | Developed By: i2soft