সদ্য সংবাদ :

নরসিংদীতে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Published : Thursday, 20 June, 2019 at 9:08 PM
শিবলী আবদুল্লাহ, নরসিংদী: পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের চৌয়ালাস্থ পল্লী বিদ্যুৎ সমিতি নরসিংদী-২ কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  বীর মুক্তিযোদ্ধা ও নরসিংদী পৌরসভার সাবেক কমিশনার মোবারক হোসেন ভূঁইয়া নেৃতত্বে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেয়। নরসিংদী-ঢাকা সড়কের দু’পার্শ্বে দাড়িয়ে বিদ্যুৎ গ্রাহক নারী-পুরুষরা অবিলম্বে নরসিংদী থেকে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার তুলে নেওয়ার দাবী জানান। 

মানববন্ধনে ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার হাসান, নরসিংদী সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আরমান মিয়া, সমবায়ী ও বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, অধ্যাপক আবু সাহিদ মিয়া, ডা. রফিকুল ইসলাম রতন, জিয়াউর রহমান জিয়া, হাবিবুর রহমান হাবি, মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন,  হাজীপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শাহীন ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন, নরসিংদী পলী বিদ্যুৎ সমিতি জেলার বিভিন্ন স্থানে প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম শুরু করেছে। এসব মিটারে আগের চেয়ে বেশি বিদ্যুৎ বিল দিতে হচ্ছে গ্রাহকদের। 

তারা আরো বলেন, কারো বিল যদি আগে ৫০০ টাকা ুআসতো, এখন প্রি-পেইড মিটারে তা আসছে ১১০০/১২০০ টাকা। মিটারের ভাড়াও আগের চেয়ে বেশি। এছাড়া মিটার হঠাৎ লক হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পল্লী বিদ্যুতের লোক ছাড়া কাজ করা নিষেধ বিধায় তাদেরকে ডেকেও তাৎক্ষণিক পাওয়া যায় না। তাছাড়া রিচার্জে কত টাকা কেটে নেওয়া হলো, মেয়াদ কতদিন, কত ইউনিট খরচ হলো মিটারের ডিসপ্লেতে এসব তথ্য উল্লেখ নেই। 

তাই পল্লী বিদ্যুৎ সমিতি নরসিংদী-২ এর আওতাধীন সকল প্রি-পেইড মিটার অবিলম্বে তুলে নেয়া, গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা ফেরত দেয়া এবং নতুন কোন সেবা চাপিয়ে দেয়ার আগে গ্রাহকদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার দাবী জানানো হয়। অন্যথায় পল্লী বিদ্যুৎ সমিতি ঘেরাও সহ বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে মর্মে হুশিয়ারি দেন বক্তারা। 


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//






পাতার আরও খবর


  • প্রধান সম্পাদক: অরুণ কর্মকার, সম্পাদক: শাহীন চৌধুরী, যুগ্ম সম্পাদক: শংকর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুন ভৌমিক নয়ন
    ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের
    ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close