সদ্য সংবাদ :
স্বাস্থ্য

সোমবারের মধ্যে সব জেলায় পৌঁছাবে টিকা

Published : Sunday, 31 January, 2021 at 8:55 PM
স্টাফ রিপোর্টার: আগামীকাল সোমবারের মধ্যে দেশের সব জেলায় করোনাভাইরাসের টিকা পৌঁছে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান- নিপসমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ৪ ফেব্রুয়ারির মধ্যে সুরক্ষা অ্যাপ দিয়ে স্মার্টফোনে টিকা নেয়ার জন্য নিবন্ধন করা যাবে। এছাড়া করোনার টিকা প্রয়োগের সব সরঞ্জামও প্রস্তুত আছে।

তিনি বলেন, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে গুগল প্লে স্টোরের মাধ্যমে টিকা প্রত্যাশীরা মোবাইল অ্যাপে নিবন্ধন করতে পারবেন। এখন পর্যন্ত পনেরো হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদেরকে উপজেলা পর্যায়ে সহায়তা করবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীরা। মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে প্রচার প্রচারণাও চলছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আগামী মাসে দেশে আসবে কেনা টিকার দ্বিতীয় চালান।

জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করার লক্ষ্যে ইতোমধ্যে দেশের অর্ধেকের বেশি জেলায় টিকা পৌঁছে গেছে। শুক্রবার পর্যন্ত গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো কারখানায় রাখা করোনাভাইরাসের ২৬ লাখ টিকা নির্ধারিত জেলায় পাঠানো শুরু করে ওষুধ প্রশাসন। আজ রোববার পর্যন্ত ৩৬ জেলায় পৌঁছেছে টিকা।

আগামী ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও টিকা নেবেন। একই সময়ে সারা দেশে টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে।

যে ৩৬ জেলায় পৌঁছেছে করোনার টিকা:

ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নরসিংদী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, যুগ্ম সম্পাদক: শঙ্কর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close