সদ্য সংবাদ :

নিহতদের পরিবারকে দাফনের টাকা দেবে সরকার

Published : Sunday, 17 November, 2019 at 2:00 PM
জাহিদুল করিম কচি: চট্টগ্রামের পাথরঘাটায় একটি বাড়িতে গ্যাস লাইনে বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের দাফন কাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে।

সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, প্রথম দর্শনেই বলা যায় ভবনটি বিধি অনুযায়ী নির্মিত হয়নি। অবৈধভাবে সড়কের জায়গা দখল করে ভবনের সামনের অংশ বাড়ানো হয়েছে। বিপজ্জনক ব্যাপার- সেপটিক ট্যাংক করা হয়েছে সড়কের পাশে। যথার্থ ডিজাইন না হলে সেপটিক ট্যাংকে গ্যাস জমে। সেপটিক ট্যাংকের পাশে কিচেন, গ্যাসের রাইজার। চেয়ারম্যানের নির্দেশে প্রাথমিক তদন্ত করে এ চিত্র দেখা গেছে।

তিনি বলেন, ভবন নির্মাণের সময় সিডিএ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। কিন্তু ভবন মালিকরা নকশা মানে না। আজ অ্যাসেসমেন্ট করে জরুরি সভা ডাকা হবে। সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে সিদ্ধান্ত হবে ভবনটির ব্যাপারে।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//  






পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    ভারপ্রাপ্ত সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, যুগ্ম সম্পাদক: শঙ্কর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের
    ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close