সদ্য সংবাদ :

লামায় বিষপানে গৃহবধূর আত্নহত্যা

Published : Sunday, 17 November, 2019 at 9:03 PM
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি: প্রতিবেশির সাথে অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে কামরুন্নেছা (৩৬) নামের এক গৃহবধূ আত্নহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি পশ্চিম মুসলিম পাড়ায়। কামরুন্নেছা পশ্চিম মুসলিম পাড়ার বাসিন্দা মো. ইসহাকের স্ত্রী। 

সূত্র জানায়, ফার্নিচার বিক্রির টাকা নিয়ে কামরুন্নেছা ও পাশের বাড়ির লোকজনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে গত শুক্রবার দিনগত রাতে সে বিষ পান করেন কামরুন্নেছা। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। এক পর্যায়ে কামরুন্নেছা চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে মারা যান। 

বিষপানের দুই দিন পর গৃহবধূ কামরুন্নেছার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহ আলম বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবে কক্সবাজার পুলিশ। 
 
এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, বিষপানে গৃহবধূ কামারুন্নেছার মৃত্যুর খবর পাইনি।  



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//  














পাতার আরও খবর


  • সম্পাদক: শাহীন চৌধুরী
    ভারপ্রাপ্ত সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, যুগ্ম সম্পাদক: শঙ্কর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের
    ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
    Close