সদ্য সংবাদ :
খেলা

কুমিল্লা কে হারিয়ে শেষ হাসি চট্টগ্রামের

Published : Saturday, 21 December, 2019 at 9:49 AM
স্পোর্টস ডেস্ক:  ২৩৮ রানের জবাবে ২২২। শেষ ওভার পর্যন্ত উত্তেজনা জিইয়ে থাকা ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

২৩৯ রানের কঠিন এক লক্ষ্য। এমন এক লক্ষ্য তাড়া করতে নেমে আবার ৩২ রানেই নেই ৩ উইকেট। সৌম্য সরকার (৮ বলে ১৫), মাহিন্দ রাজাপাকসের (৮ বলে ৬) পর সাজঘরে সাব্বির রহমানও (৫ বলে ৫)।


ডেভিড মালান হালটা ধরে ছিলেন। ইয়াসির আলী কিছুটা সঙ্গ দিলেও ১৭ বলে ২১ রান করে আউট হয়ে যান। তবে মালান যেন একাই অসাধ্য সাধনে চেষ্টা করছিলেন। চার-ছক্কার মারে চট্টগ্রামের বোলারদের ঘাম ছুটিয়ে ছাড়ছিলেন ইংলিশ এই ব্যাটসম্যান।

সেঞ্চুরির খুব কাছেও চলে গিয়েছিলেন। তবে মাথার ওপর রানের চাপ নিয়ে দেখেশুনে খেলার উপায় ছিল না। ৮৪ রানে এসে থামতে হয় এই ব্যাটসম্যানকে। ৩৮ বলের বিধ্বংসী ইনিংসে ৭টি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান তিনি। এরপর ২১ বলে ৩৭ রানের ঝড় তুলে অধিনায়ক দাসুন শানাকাও আউট হয়ে গেলে জয়ের আশা কার্যত শেষ হয়ে যায় কুমিল্লার।

শেষদিকে আবু হায়দার রনির ৫ বলে ২টি করে চার ছক্কায় ২১ রানের ইনিংসটি যা একটু উত্তেজনা ছড়িয়েছে। অসাধ্য সাধন হয়নি। ৭ উইকেটে ২২২ রানে থেমেছে কুমিল্লার ইনিংস।

এর আগে ইমরুল কায়েস আর চ্যাডউইক ওয়ালটনের জোড়া ফিফটিতে ভর করে ৪ উইকেটে ২৩৮ রানের হিমালয়সম সংগ্রহ দাঁড় করায় ঘরের মাঠের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


টস হেরে ব্যাট করতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চট্টগ্রাম। লেন্ডল সিমন্স (৭ বলে ১০) তাড়াতাড়ি ফিরলেও পরের ব্যাটসম্যানরা ঝড়ো গতিতে রান তুলেছেন। ২৭ বলে ৩ টি করে চার ছক্কায় ৪৮ রান করে ফার্নান্ডো হন সৌম্য সরকারের শিকার।

ইমরুল কায়েসের ৪১ বলে ৬২ রানের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি আর ১টি ছক্কার মার। মাঝে নাসির হোসেন ৩ বলে মাত্র ৩ রান করে সৌম্যর দ্বিতীয় শিকার হলেও রানের গতি একটুও কমেনি চট্টগ্রামের।

ওয়ালটনের সঙ্গে মারকুটে ব্যাটিংয়ে যোগ দেন নুরুল হাসান সোহানও। ১৫ বলে ২টি করে চার ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন সোহান। ওয়ালটনের ২৭ বলে ৭১ রানের দানবীয় ইনিংসে ছিল ৫টি চার আর ৬টি ছক্কার মার।

কুমিল্লা ওয়ারিয়র্সের পক্ষে বল হাতে সবচেয়ে সফল সৌম্য সরকার। তবে ২ উইকেট নিলেও ৩ ওভারে তিনি খরচ করেছেন ৪৪ রান।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//









সম্পাদক: শাহীন চৌধুরী
ভারপ্রাপ্ত সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, যুগ্ম সম্পাদক: শঙ্কর মৈত্র, নির্বাহী সম্পাদক: বরুণ ভৌমিক নয়ন, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের, ঢাকা অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৯১১৯১১৬, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮, চট্টগ্রাম অফিস- আবাসিক সম্পাদক: জাহিদুল করিম কচি, নাসিমন ভবন (দ্বিতীয় তলা) ১২১, নূর আহমেদ রোড, চট্টগ্রাম ফোন: ০৩১-২৫৫৭৫৪২ হটলাইন: ০১৭১১-৩০৭১৭১, E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com, Developed by i2soft Technology Ltd.
Close